Apan Desh | আপন দেশ

সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ২৭ ডিসেম্বর ২০২৩

সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের

ছবি: সংগৃহীত

ন্যাটোতে যোগ দিতে সুইডেনকে সবুজ সংকেত দিয়েছে তুরস্ক। এখন দেশটির পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই ন্যাটোয় যোগ দিতে পারবে সুইডেন। মঙ্গলবার তুর্কি পররাষ্ট্র বিষয়ক কমিশন এ বিষয়ে সবুজ সংকেত দেয়। খবর আল-জাজিরার।

এর আগে, ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলি সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। কারণ হিসেবে তুরস্ক বলছিল, সুইডেন কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তবে তুরস্ক অনুমতি দিলেও ন্যাটোর আরেক সদস্য হাঙ্গেরির সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

এছাড়াও সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে। এই দুই বিষয় নিয়ে তুরস্ক সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে বার বার। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিল।

আরও পড়ুন>> মেন্যুতে খাসির নল্লি না পেয়ে বিয়ে ভাঙল বরপক্ষ!

তবে খুব শীঘ্রই সুইডেন যোগদানের সুযোগ পাবে না। কারণ হিসবে কমিশনের প্রধান ফুয়াত ওকতে জানিয়েছে সংসদে স্পিকার এ বিল উত্থাপনের পর সংসদ সদস্যদের ভোটের পরই সুইডেনের যোগদান নিশ্চিত হবে।

সুইডেনকে এ সবুজ সংকেত প্রদানের পেছনে ফিনল্যান্ড কানাডা এবং নেদারল্যান্ডের অস্ত্র চুক্তি শিথিল বড় প্রভাব ফেলেছে। এছাড়াও সুইডেনের সদস্যপদ পেতে তুরস্কের অনুমোদনের বিষয়টি মার্কিন সরকারের পক্ষ থেকে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের বিষয়টিও যুক্ত আছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়