Apan Desh | আপন দেশ

গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ৮ ডিসেম্বর ২০২৩

গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আজ

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হবে কি না তা নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হবে আজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বুধবার সংঘাত অবসানে নিরাপত্তা পরিষদকে সক্রিয় হতেজাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করেছেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। এ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।

গত ৩৪ বছরে (১৯৮৯ সালের পর) ধারাটি ব্যবহারের প্রয়োজন মনে করেননি জাতিসংঘের কোনো মহাসচিব।

চিঠিতে গুতেরেস বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলে চলমান পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন তিনি। ১৮ অক্টোবর থেকে বারবার মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো গুতেরেস বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলে দুর্দশা, ধ্বংসযজ্ঞ ও ট্রমার শিকার হচ্ছে সাধারণ মানুষ। 

সংযুক্ত আরব আমিরাত একটি খসড়া রেজুলেশন প্রস্তুত করেছে যা শুক্রবার ভোটের জন্য রাখা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়