Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ৫ অক্টোবর ২০২৪

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৭ জন। 

শনিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেয়া নিয়মিত প্রতিবেদনে এইতথ্য জানানো হয়েছে।

এতে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৩৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭৩, ঢাকা উত্তর সিটিতে ২৬০, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭২, খুলনা বিভাগে ৭৬ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ৩০ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৭১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৫০৪ জন।

আপন দেশ/এমবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়