Apan Desh | আপন দেশ

১৫ দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ছয় হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪

১৫ দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ছয় হাজার

ফাইল ছবি

সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬ হাজার ২৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 

এছাড়া ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ১৫ দিনে ডেঙ্গু জ্বরে ২৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৯ হাজার ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৯৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। ১ হাজার ৩৩৬ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন। চট্টগ্রাম বিভাগে ৭৯ জন। ঢাকা বিভাগে ৭৭, ঢাকা উত্তর সিটিতে ১০৩ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০ জন। খুলনা বিভাগে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী হাসপাতাল থেকে ৪৩৬ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। আর এ সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ৪৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আপন দেশ/অর্পিতা 

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়