Apan Desh | আপন দেশ

ডেঙ্গু নিয়ে সার্বিক প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ৯ জুলাই ২০২৪

আপডেট: ১৬:১৬, ৯ জুলাই ২০২৪

ডেঙ্গু নিয়ে সার্বিক প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্তের পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে মন্ত্রী তার দফতরে এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা কেউ চাই না, ডেঙ্গুতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। যদি হয়, উপরওয়ালার ইচ্ছায় আমরা সামলাতে পারবো বলে আশা করি। আমাদের পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। আমি ইতোমধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও আমাদের সরকারি ওষুধ কোম্পানি-ইডিসিএলকে নিয়ে মিটিং করেছি।
 
এ সময় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি বলেন, আমরা কয়েকটা মিটিং করেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুই মেয়রের সঙ্গে আমরা কথা বলেছি। ভবিষ্যতেও আমরা মিটিং করবো। দুটি মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজটি করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।
 
এছাড়া দেশের বিভিন্ন স্থানে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর কিছু সংকট রয়েছে জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, সংকট কাটিয়ে উঠতে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে। শিগগিরই এ সমস্যা কেটে যাবে।

আপন দেশ/এমবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়