Apan Desh | আপন দেশ

পিংক ফ্লয়েডের গানের স্বত্ব ৪শ মিলিয়নে বিক্রি 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ৪ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:১৬, ৪ অক্টোবর ২০২৪

পিংক ফ্লয়েডের গানের স্বত্ব ৪শ মিলিয়নে বিক্রি 

ফাইল ছবি

অবশেষে সনি মিউজিকের কাছে নিজেদের গানের স্বত্ব বিক্রি করে দিয়েছে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েড। ৪শ’ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই পক্ষের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়েছে। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েড ব্যান্ড ও সনি মিউজিকের মধ্যে দর-কষাকষি চলছিল। অবশেষে বহুল প্রত্যাশিত সে চুক্তিটি ৪০০ মিলিয়ন ডলারে সম্পন্ন হয়। 

চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে। পিংক ফ্লয়েডের প্রধান দুই সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে গানের স্বত্ব বিক্রি নিয়ে দ্বন্দ্ব বহু বছর ধরেই বাধা হয়েছিল।

গত বছর তাদের এ দ্বন্দ্ব ছিল সবচেয়ে চরমে। তবে শেষ পর্যন্ত তারা একটি সমঝোতায় পৌঁছায়। এরপর সনি মিউজিক কর্তৃপক্ষ ব্যান্ড দলটির সঙ্গে এ সময়ের সবচেয়ে দামি চুক্তিটি সেরে ফেলে। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়