Apan Desh | আপন দেশ

অকৃত্রিম ভালোবাসার নাম সালমান শাহ: শাবনূর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪

অকৃত্রিম ভালোবাসার নাম সালমান শাহ: শাবনূর

ফাইল ছবি

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তার ঝুড়িতে থাকা চলচ্ছিত্র এখনো দর্শক পছন্দের শীর্ষে। সে মহানায়কের জন্মদিনে স্মরণ করলেন শাবনূর।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম। এক ইতিহাসের নাম। প্রিয় এ নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল।

আরও বলেন, জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন।

সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন তিনি।

মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করেন এ নায়ক। যার অধিকাংশই সুপারহিট।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়