Apan Desh | আপন দেশ

নুহাশ পেলেন রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৩, ৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৪

নুহাশ পেলেন রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদ

ছবি: সংগৃহীত

১৯৬০ সালে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে গিল্ড বিভিন্ন বিভাগে সেরা কাজের লেখকদের বার্ষিক পুরষ্কার প্রদান করবে, পুরস্কারগুলি একটি মর্যাদাপূর্ণ স্থানে অনুষ্ঠিত একটি নৈশভোজে তৈরি করা হবে।

রাইটার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ড হল যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের লেখকদের জন্য একটি পুরষ্কার। যার মধ্যে ১৯৪৯ সাল থেকে ইস্ট ও ওয়েস্ট রাইটার্স গিল্ড অব আমেরিকা দ্বারা প্রদত্ত ফিকশন এবং নন-ফিকশন উভয় বিভাগ রয়েছে। এরই সদস্যপদ পেলেন হুমায়ুন আহমেদ পুত্র বাংলাদেশি নির্মাতা নুহাশ হ‌ুমায়ূন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এক ফেসবুক পোস্টে এ খবর জানান। পোস্টের সঙ্গে রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদের কার্ডের ছবিও জুড়ে দেন নুহাশ।

পেট কাটা ষ নির্মাতা নুহাশ পোস্টে লিখেন, ‘যদি আপনি কখনো আমার গল্প দেখে থাকেন, প্রশংসা বা সমালোচনা করেন, গল্প বলিয়ে হিসেবে এই জার্নির পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’

নুহাশ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিজের কাজের সূত্রেই হলিউডে এই সদস্যপদ পেয়েছেন। 

এদিকে এ খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। 

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়