Apan Desh | আপন দেশ

আরিফিন শুভর প্লট বাতিল

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ৫ সেপ্টেম্বর ২০২৪

আরিফিন শুভর প্লট বাতিল

ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ দেয়। সাবেক সরকার শেখ হাসিনার বিশেষ নির্দেশে সংরক্ষিত কোটায় এটি দেয়া হয়েছিল। সম্প্রতি রাজউক এ সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছেন। 

গত বছরের ২৭ নভেম্বর পুরষ্কার হিসেবে শেখ হাসিনা সরকার রাজউকের মাধ্যমে শুভসহ আরও কয়েকজনকে প্লট বরাদ্দ দেন। ১০ কাঠা এ প্লটের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকারও বেশি। 

আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে অনেক হিসাব নিকাশ বদলে গিয়েছে। অন্তর্বর্তী সরকার তাই সব দিক বিবেচনা করেই কাজ শুরু করেছেন। 

এদিকে প্লট বাতিলের ব্যাপারে সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় অনেককে প্লট বরাদ্দ দেয়া হয়। শুভকেও সেভাবেই দেয়া হয়েছিল। তাই কর্তৃপক্ষ প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ আওতায় সাধারণ নিয়মে বরাদ্দ কোনো প্লট বাতিল হবে না।’

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়