Apan Desh | আপন দেশ

জাতীয় কবির স্মরণে দেশ নাট্যদলের নাটক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ২৭ আগস্ট ২০২৪

জাতীয় কবির স্মরণে দেশ নাট্যদলের নাটক

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র কবিতা বা সংগীতে নয়, গল্পেও সৃষ্টি করেছিলেন অনন্য এক ধারা। এদিকে তার লেখা গল্প অবলম্বনে কাজ করছে দেশের নাট্যদলগুলো।

আজ (২৭ আগষ্ট) কবির ৪৮তম প্রয়াণ দিবস। কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা সমিতিতে নাটক প্রদর্শনী করবে দেশ নাট্যদল। আগামী ২৮ ও ২৯ আগস্ট ‘পাবলিসিটি’ ও ‘অগ্নিগিরি’ নামের দুটি নাটক মঞ্চায়ন করবে দলটি।

কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে পাবলিসিটি নামের নাটকটির নাট্যরূপ দিয়েছেন এন এইচ বাদল। এর পাশপাশি নির্দেশনাও দিয়েছেন তিনি। ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটি। এটি দলটির ১২তম প্রযোজনা।

একদিন পর ২৯ আগস্ট একই স্থান ও সময়ে প্রদর্শিত হবে অগ্নিগিরি। কাজী নজরুল ইসলামের ছোটগল্প ‘অগ্নিগিরি’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রাস্না হিমেল। নির্দেশনা দিয়েছেন এন এইচ বাদল। এটি দেশ নাট্যদলের ১৩তম প্রযোজনা।

দুটি নাটকের প্রদর্শনীর আগে বিদ্রোহী: দ্য নজরুল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা। বিকেল ৫টায় শুরু হবে এ আয়োজন।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়