Apan Desh | আপন দেশ

‘আমার মেয়ে রাস্তায় নামলে ফেরাতাম না’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২৭ জুলাই ২০২৪

আপডেট: ১৮:০৯, ২৭ জুলাই ২০২৪

‘আমার মেয়ে রাস্তায় নামলে ফেরাতাম না’

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটে। এতে নারায়ণগঞ্জে একটি বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় রিয়া গোপ (৬) বছরের শিশু।

শিশু রিয়ার মৃত্যুর খবরের পর নিজের ৫ বছর বয়সী মেয়ে মেহাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ইরেশ যাকের।

শঙ্কা প্রকাশ করে এই অভিনেতা লেখেন, আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। রিয়ার জায়গাতে নিজের মেয়ে মেহা থাকতে পারত। মেহা তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। মেয়ের এমন মৃত্যু হলেও গর্বিত বোধ করতেন। চাইতেন রাষ্ট্র তাকে বীরের মর্যাদা দিক।

মেয়ের এমন মৃত্যু হলেও এ অভিনেতা গর্বিত বোধ করতেন, চাইতেন রাষ্ট্র তাকে বীরের মর্যাদা দিক। সেটা উল্লেখ করে ইরেশ যাকের লেখেন, ভেবে দেখলাম মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত। রাস্তায় যেতে চাইত। আমি তো থামাতাম না। থামাতে পারতাম না। ও যদি ফেরত না আসত। আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনীদের বিচার করে।

অভিনয়শিল্পী ইরেশ যাকের ও মিম রশিদ দম্পতির মেয়ে মেহা রশিদ যাকের। সম্পকে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা খালা হয় মেহার।

আপন দেশ/কেএইচ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়