Apan Desh | আপন দেশ

কোটা আন্দোলন নিয়ে আবেগঘন স্ট্যাটাস স্বস্তিকার

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ১৮ জুলাই ২০২৪

কোটা আন্দোলন নিয়ে আবেগঘন স্ট্যাটাস স্বস্তিকার

ফাইল ছবি

কোটা আন্দোলন প্রসঙ্গে মুখ খুলেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। জানালেন, ভীষণ অস্থির লাগছে তার। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহের পাশাপাশি ঢাকা শহরের সঙ্গে নিজের সখ্যতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি হৃদ্যতাও প্রকাশ করেন স্বস্তিকা।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্বস্তিকা লেখেন, এ তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল। জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না। মা’ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া।

নিজের মনের বিষাদময় অবস্থায় অভিনেত্রী লেখেন, ছাত্র বয়স গেছে সে কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলোও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলোও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। এমন এক আপ্যায়নপ্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, অমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেয়া একটা জাতির পক্ষেই সম্ভব।

এমন পরিস্থিতিতে অভিনেত্রীর অস্থির লাগছে জানিয়ে লেখেন, আজ ভীষণ অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এ প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো-সে আমাদের আলো…আলো হোক…ভাল হোক সকলের।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়