Apan Desh | আপন দেশ

সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’ 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ১২:৪৪, ১৬ জুলাই ২০২৪

সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’ 

ছবি : সংগৃহীত

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। গেল ঈদে মুক্তির কথা থাকলেও টিজার মুক্তি দিয়েই বিরতি নেন। এবার মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি

প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে , এমনটাই জানালেন সিনেমার পরিচালক অনন্য মামুন।

ইতোমধ্যেই সিনেমার টিজার ও লুক প্রকাশ হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায়ও এসেছে ‘দরদ’র নতুন আরও এক টিজার।

অনন্য মামুন বলেন, সোমবার (১৫ জুলাই) থেকে ‘দরদ’ সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সে দর্শক ধরার টার্গেট আছে আমাদের।

সাইকো থ্রিলার ঘরানার এ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ‘দরদ’ এ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ আরও অনেকে। 

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়