Apan Desh | আপন দেশ

এইচএসসি ফলাফল প্রকাশে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩, ৮ অক্টোবর ২০২৪

এইচএসসি ফলাফল প্রকাশে নতুন নিয়ম

ফাইল ছবি

প্রতিবছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। কিন্তু এবার সেটি হচ্ছে না। নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক শিক্ষাবোর্ড থেকে আলাদাভাবে ফলাফল প্রকাশ করা হবে। 

সোমবার (৮ অক্টোবর) আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তপন কুমার জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না। নিজ নিজ বোর্ড অফিস থেকে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এবারও এসএমএস, ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। ওইদিন সকাল ১১টার দিকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়