Apan Desh | আপন দেশ

একাদশে রেজিস্ট্রেশনের সময় বাড়ল ৩ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪

একাদশে রেজিস্ট্রেশনের সময় বাড়ল ৩ দিন

ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি হওয়ার সময়সীমা তিন দিন বাড়িয়ে ৩ অক্টোবর করা হয়েছে। এর আগে রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল সোমবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে জমা দেয়ার কাজ শেষ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট এর College Login প্যানেলে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়