Apan Desh | আপন দেশ

জাবিতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

জাবিতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু 

ছবি: আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনিতে নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, শামীম আহমেদ শামীম মোল্লা নামেও পরিচিত। বুধবার সন্ধ্যায় জাবির গেইটে কয়েকজন শিক্ষার্থী শামীমকে দেখতে পান। এ সময় সেখানে থাকা কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি তাকে মারধর করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়। এরপর প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

পুলিশ ও শামীমের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত শামীম মোল্লা আশুলিয়ার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া মোল্লাবাড়ীর ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম শ্রেণির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এদিকে শামীমের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা একে বিচারবহির্ভূত হত্যা বলে অভিহিত করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ বিক্ষোভ মিছিল বের হয়।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়