Apan Desh | আপন দেশ

জবি শিক্ষার্থীরা হল ছাড়তে নারাজ, বিক্ষোভ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ জুলাই ২০২৪

জবি শিক্ষার্থীরা হল ছাড়তে নারাজ, বিক্ষোভ

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন ছাত্রীরা। তারা কোনভাবেই হল ছাড়তে চান না।   

বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর থেকে হলের রুম থেকে নিচে নেমে আসে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

এসময় ছাত্রীরা- 'প্রশাসনের সিদ্ধান্ত মানি না, মানবো না,' 'মানি না, মানবো না, হল কারো বাপের না', 'হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়বো নাসহ নানা স্লোগান দিতে থাকে।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। এক ধরনের বাধ্য করা হচ্ছে হল ছাড়ার জন্য। 

হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার বলেন, এ মুহুর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তারা হল ত্যাগ করতে চাচ্ছে না। বিষয়টি দেখছি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়