Apan Desh | আপন দেশ

ভিকারুননিসা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ১৬:৩২, ১৬ জুলাই ২০২৪

ভিকারুননিসা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তাদের এ সড়ক অবরোধ কর্মসূচি।

এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন। 

এ সময় শিক্ষার্থীদের স্লোগানের সঙ্গে একাত্মতা পোষণ করে অনেক অভিভাবককেও অংশ নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়