Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের আন্দোলন

রাজধানীর আরও সাত স্থানে ‘বাংলা ব্লকেড’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ৭ জুলাই ২০২৪

আপডেট: ১৮:২১, ৭ জুলাই ২০২৪

রাজধানীর আরও সাত স্থানে ‘বাংলা ব্লকেড’ ঘোষণা

ছবি: আপন দেশ

রাজধানীর সাত স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শাহবাগ ছাড়াও আরও সাতটি স্থানে অবরোধ করা হবে। 

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চানখারপুলে অবস্থান নেবেন। এ ছাড়া ঢাকা কলেজ, সিটি কলেজ ও ইডেন মহিলা কলেজ নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবস্থান নেবেন। 

ঢাবি শিক্ষার্থীদের একাংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে অবস্থান নেবেন। এ ছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রাস্তা অবরোধ করবেন। 

আপন দেশ/এমবি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়