Apan Desh | আপন দেশ

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ৭ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৪৮, ৭ জুলাই ২০২৪

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

রোববার (৭ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন তারা। ফলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। বিশেষ শ্রেণিকে যে সুবিধা দেয়া হচ্ছে তা বাতিল করতে হবে। তা না হলে এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, এটি আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। এর আগেও কলেজের মূল ফটকে অবস্থানসহ কোটাবিরোধী কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি একটাই। সেটি হচ্ছে কোটা বাতিল করতে হবে। সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে। কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য তৈরী হচ্ছে।

আপন দেশ/কেএইচ/এমবি/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়