Apan Desh | আপন দেশ

ঢাবিতে বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ২৭ জুন ২০২৪

ঢাবিতে বেনজীরের ডিগ্রি বাতিলের দাবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বার্ষিক সিনেট অধিবেশনে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি বাতিলের প্রস্তাব উঠেছে। ২০১৯ সালে ঢাবি থেকে এ ডিগ্রি লাভ করেন তিনি।

বুধবার (২৬ জুন) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বার্ষিক অধিবেশনে বাজেট অধিবেশনে ওপর আলোচনা হয়। সেখানে বেনজীরের ডিগ্রি বাতিলের প্রস্তাব করেন ঢাবির সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রাম থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন বেনজীর আহমেদ। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। তার সেসব ছিল না। শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেয়া হয়েছিল। সুতরাং সাবেক আইজিপির ডিগ্রি বাতিল করা হোক।’ 

বাজেট অধিবেশন আলোচনায় ঢাবির সাদা দলের শিক্ষক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামও বেনজীরের ডিগ্রি বাতিলের প্রস্তাব করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম শিথিল করে কীভাবে সাবেক আইজিপি ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হয়েছেন, এর সঙ্গে কারা জড়িত, সেসব বিষয়ে তদন্ত করতে উপাচার্যের কাছে প্রস্তাব দেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়