Apan Desh | আপন দেশ

উপকূলীয় ১৯ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ২৬ মে ২০২৪

উপকূলীয় ১৯ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় ১৯ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে আশ্রয়কেন্দ্র ব্যবহারের জন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার (২৬ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে একটি কর্মশালা শেষে এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেভাবে যেভাবে যে সমস্ত অবকাঠামো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, সেভাবে তারা ব্যবস্থা নেবেন। অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়।’

তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা দুর্যোগ কমিটির নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান স্থগিত থাকবে’।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন, চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয় নিয়ে এ  কর্মশালার আয়োজন করা হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়