Apan Desh | আপন দেশ

সেপ্টেম্বরে বেড়েছে পণ্য রফতানি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ৫ অক্টোবর ২০২৪

সেপ্টেম্বরে বেড়েছে পণ্য রফতানি 

ফাইল ছবি

সেপ্টেম্বর মাসে দেশের পণ্য রফতানি বেড়েছে ১৬ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পণ্য রফতানির এ তথ্য পাওয়া গেছে। 

সংস্থাটির হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে ৩৮৬ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। যদিও এ হিসাবের মধ্যে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্রচ্ছন্ন রফতানি এবং নমুনা রফতানির তথ্য যোগ করা হয়েছে। 

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর শীর্ষ রফতানি খাত তৈরি পোশাকশিল্পে শুরু হয় শ্রমিক অসন্তোষ। এতে সাভারের আশুলিয়ার বড় শিল্পগোষ্ঠীর কারখানাগুলোতে গত এক মাস উৎপাদন ব্যাহত হয়। 

গাজীপুরের কিছু কারখানায় বিক্ষোভের ঘটনা ঘটে। তারপরও গত মাসে বাংলাদেশের পণ্য রফতানি বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ।

এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরে ৩৮৬ কোটি ডলারের পণ্য রফতানি হয়। আগের বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৩৩২ কোটি ডলার। সে হিসাবে গত মাসে রফতানি বেড়েছে ৫৪ কোটি ডলার। 

সব মিলিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিন মাসে ১ হাজার ১৭৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়। এ রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ বেশি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়