Apan Desh | আপন দেশ

বৃষ্টি উপেক্ষা করেই কাজে ফিরেছেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ৩ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:৪০, ৩ অক্টোবর ২০২৪

বৃষ্টি উপেক্ষা করেই কাজে ফিরেছেন শ্রমিকরা

ফাইল ছবি

অস্থিরতা কাটিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল উৎপাদনে ফিরেছে। বৃষ্টি উপেক্ষা করেই কারখানাগুলোয় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সারোয়ার আলম জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ পুরোদমে উৎপাদন চলছে। তবে গত কয়েকদিনের মতো আজও শিল্পাঞ্চলের ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৫টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ জানায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। পরে বুধবার প্রশাসনের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়