Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে আরও ২ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশকে আরও ২ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

ফাইল ছবি

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারেরও বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহে সেক।

আব্দুল্লাহে সেক জানান, বিশ্বব্যাংক এ অর্থবছরে বাংলাদেশে ঋণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। যা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিকে সহায়তা করবে।

সেক আরও জানান, বিশ্বব্যাংক এ অর্থবছরে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার নতুন অর্থায়ন সংগ্রহ করতে সক্ষম হবে। যা গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা মোকাবিলা, বায়ুর মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে সহায়তা প্রদান করবে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংককে এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি। বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বৈঠক করে এ ঘোষণা দেয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়