Apan Desh | আপন দেশ

আশুলিয়ার ১৪০০ গার্মেন্টসই আজ খোলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ার ১৪০০ গার্মেন্টসই আজ খোলা

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। শ্রমিক অসন্তোষ ও নানা অস্থিরতার দুই সপ্তাহ পর সকাল থেকে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সাভারের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে জানা গেছে।  

সাভারের শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানিয়েছেন জানিয়েছেন, এ শিল্পাঞ্চল স্বাভাবিক পরিবেশ ফিরেছে। গত দুই দিনও এ অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা চালু ছিল, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। আজও তার ব্যতিক্রম হয়নি।

জানা যায়, শিল্পপুলিশ-১ এর আওতাধীন মোট ১৮৬৩টি শিল্প কলকারখানা রয়েছে, যার মধ্যে ১৪০০ কল-কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে, বাকিগুলোতে সরকারি ছুটি হওয়ায় আজ কারখানা বন্ধ রয়েছে।  

বিজিএমইএ সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আজ আশুলিয়া অঞ্চলের কিছু পোশাক কারখানা ছুটি রয়েছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৮ (১) ধারায় বলা হয়েছে প্রত্যেক শ্রমিক বছরে ১১ দিন উৎসব ছুটি প্রাপ্ত হবেন।  

এক পোশাক কারখানার কর্মকর্তা বলেন, আইনে সাধারণত শ্রমিকরা বছরে ১১ দিন উৎসব ছুটি পান। কিন্তু আগে থেকেই শিল্প মালিকরা দেখা যায় বছরে শ্রমিকদের দু-একদিন বেশি ছুটি দিয়ে থাকেন। এর মধ্যে ১৫ আগস্ট শ্রমিকরা যেই ছুটিটি পান সেটি মূলত বিগত সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া ছিল। এক্ষেত্রে তালিকায় ১৫ আগস্টের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকতো।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ১ হাজার ৮৬৩ পোশাক কারখানা রয়েছে। তার মধ্যে ১ হাজার ৪০০ টি পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন চলছে। বাকিগুলো সরকারি ছুটি অনুযায়ী বন্ধ রয়েছে। তবে সেগুলো সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতিতে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।  

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়