Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:২১, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

ফাইল ছবি

অতীতের সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সোনার দাম ছিল ২ হাজার ৫৭৯ দশমিক ৭০ ডলারে। প্রতি আউন্স সোনার দাম একদিনে শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে বিশ্ববাজারে কেনাবেচা চলছে।

বিশ্ববাজারে সোনার দাম এমন লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও যেকোনো সময় দামি এ ধাতুটির দাম বাড়তে পারে। বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে দাম বাড়লে দেশের বাজারেও সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। 

দেশের বাজারে মূলত সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। ওই কমিটির একজন সদস্য বলেন, বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়েছে। যেকোনো মুহূর্তে সোনার আউন্স ২ হাজার ৬০০ ডলারও হয়ে যেতে পারে। বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, তাতে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো লাগবে। এর কোনো বিকল্প নেই।

সোনার এত দাম এর আগে কখনো বিশ্ববাসী দেখেনি। এর আগে এক আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৫২৯ দশমিক ৯০ ডলারে উঠেছিল চলতি বছরের ২০ আগস্ট। বিশ্ববাজারে এ দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও তখন সোনার দাম বাড়ানো হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এটিই দেশের বাজারে এখনো পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়