Apan Desh | আপন দেশ

সেনাবাহিনীর কাছে বন্যার্তদের জন্য ত্রাণ দিল স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৩, ২৫ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:২২, ২৫ আগস্ট ২০২৪

সেনাবাহিনীর কাছে বন্যার্তদের জন্য ত্রাণ দিল স্বপ্ন

সংগৃহীত ছবি

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। কুমিল্লা ক্যান্টনমেন্টের ৩৫ ব্যাটালিয়ন- এর কর্মকর্তাদের হাতে শনিবার (২৪ আগস্ট) বিকেলে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। এ সময় স্বপ্নর বেশ কয়েকজন কর্মী ত্রাণসামগ্রী সেনবাহিনীর কর্মকর্তার হাতে তুলে দেন।

স্বপ্ন কর্তৃপক্ষ জানান, স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড । যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ সময় আসে তখনই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে স্বপ্ন । সে প্রচেষ্টার অংশ হিসেবে এবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি ।

উল্লেখ্য, খাবার পানি, মুড়ি, বিস্কুট, মশার কয়েলসহ প্রয়োজনীয় বেশকিছু খাবারপণ্য স্বপ্ন’র পক্ষ থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিকট বুঝিয়ে দেয়া হয় ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়