Apan Desh | আপন দেশ

ঢাকায় একদিনে ৬৪ গাড়ি ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ঢাকায় একদিনে ৬৪ গাড়ি ডাম্পিং

ফাইল ছবি

রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। তারই ধারাবাহিকতায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬৪টি গাড়ি ডাম্পিং করেছে (ডিএমপি) পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৭০টি মামলা দেয়া হয়েছে। এসময় জরিমানা করা হয় ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। এছাড়াও অভিযানের সময় ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়েছে।

জরিমানাকৃত টাকার মধ্যে ৮ লাখ ৬২ হাজার ৫৫০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়