Apan Desh | আপন দেশ

দুর্নীতিবিরোধী অভিযানে দুদকের সদস্য প্যানেল

নিজস্ব প্রতিবেক

প্রকাশিত: ১১:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

দুর্নীতিবিরোধী অভিযানে দুদকের সদস্য প্যানেল

ফাইল ছবি

দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখতে ৩২ সদস্যবিশিষ্ট প্যানেল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদকের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে চিঠি ইস্যু করা হয়েছে।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রমে সহায়তায় প্যানেল গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য ও লক্ষ্যের বিষয় নির্দেশনা দিয়ে সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। 

এ প্যানেল তল্লাশি কার্যক্রম চলাকালে আলামত জব্দ ও ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। 

নব গঠিত প্যানেলে সাত উপপরিচালক, ১৯ সহকারী পরিচালক এবং ছয়জন উপসহকারী পরিচালকের নাম সংযুক্ত করা হয়েছে। 

এর আগে, ২৫ আগস্ট ছয় সদস্যবিশিষ্ট একটি প্যানেল গঠন করেছিল দুদক। 

এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, দুদকের গঠিত প্যানেল মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। তারা কার্যক্রম চলাকালে আলামত জব্দ ও ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়