Apan Desh | আপন দেশ

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ২০ জুন ২০২৪

আপডেট: ২০:৪১, ২০ জুন ২০২৪

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

জাহাঙ্গীর আলম

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা পদ্ধতি নিয়ে কটাক্ষকারী যুবক গ্রেফতার। যুবকের নাম জাহাঙ্গীর আলম। ঈদের দিন সোমবার (১৭ জুন) তিনি ফেসবুকে পোষ্ট দেয়। বুধবার (১৯ জুন) দুপুরে মামলা হয়। ওইদিন বিকেলেই গ্রেফতার করা হয় তাকে।  

ফেইসবুকে পোস্টে তিনি ‘কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক’ এ দাবি জানান। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। যা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

বুধবার (১৯ জুন) দুপুরে দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। দুপুরে পুলিশ জাহাঙ্গীর আলমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। 

জাহাঙ্গীর আলম হাকিমপুর পৌর শহরের ধরন্দা মহল্লার সিপি রোড এলাকার মোখলেছুর রহমানের ছেলে। 

হাকিমপুর থানার ওসি মোঃ দুলাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। জানান, বিকেলে জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়