Apan Desh | আপন দেশ

‘শিক্ষা, গণমাধ্যমসহ কিছু কমিশন গঠন হচ্ছে’

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০১, ২০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৪

‘শিক্ষা, গণমাধ্যমসহ কিছু কমিশন গঠন হচ্ছে’

ছবি: সংগৃহীত

ছয়টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে শিক্ষা ও গণমাধ্যমের কিছু কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বন্যায় দুর্গতদের খাদ্য সহায়তা বিতরণ করেন।

নাহিদ বলেন, সারাদেশে যে মামলা হয়েছে এর অনেকগুলোই গ্রহণযোগ্য নয়। মামলাগুলো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হতে হবে। যাতে পুলিশ ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারে।

রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে নাহিদ জানান, ছয়টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। অক্টোবর মাস থেকে কার্যক্রম শুরু হবে। শিক্ষা ও গণমাধ্যমসহ আরও কিছু কমিশনের পরিকল্পনাও রয়েছে।

বন্যা পরিস্থিতি নিয়ে নাহিদ বলেন, লক্ষ্মীপুরে খাল দখলের কারণে পানি দেরিতে নামছে। যা দখলমুক্ত করা হলে দীর্ঘমেয়াদী সমাধান হবে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়