Apan Desh | আপন দেশ

পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ৩, গুলিবিদ্ধসহ আহত ১৭

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ২০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:২১, ২০ সেপ্টেম্বর ২০২৪

পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ৩, গুলিবিদ্ধসহ আহত ১৭

ছবি সংগৃহীত

খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহতর হলেন- ধনঞ্জয় চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০)। গুলিবিদ্ধ চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পায়ে, কোমরে ও পেটে গুলি লেগেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা সদরের উপজেলায় দীঘিনালায় আহত ধনঞ্জয় গত রাত সাড়ে ১০টায় মারা যান। আহত রুবেল ও জুনান মারা যান রাত দেড়টায়। তারা  খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

তিনি আরও বলেন, খাগড়াছড়ি শহরে রাতে গুলির শব্দ শোনা গেছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়