Apan Desh | আপন দেশ

ভারতে পাচারকালে ৮৫০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ভারতে পাচারকালে ৮৫০ কেজি ইলিশ জব্দ

ছবি: আপন দেশ

ভারতে পাচারের সময় কুমিল্লা সীমান্তে ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল কুমিল্লার চাঁনপুর ব্রিজ সীমান্ত এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করে।

এদিন সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্যই জানিয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভোরে ১০ বিজিবির কটকবাজার পোস্টের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চাঁনপুর ব্রিজ থেকে মালিকবিহীন ৩৫টি বাক্সভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। যার পরিমাণ ৮৫০ কেজি এবং বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলিশগুলো জব্দ করার পর সেগুলো নিলামে বিক্রি করে বিজিবির বিধি অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।

চোরাচালান বিরোধী বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয় এ বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে ৮৯৫ কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সিলেট সীমান্ত থেকে ২৭৫ কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়