Apan Desh | আপন দেশ

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব রিমান্ডে 

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব রিমান্ডে 

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদারকে রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন। তাকে দুই মামলায় পৃথকভাবে চারদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, সাবেক এমপি নায়েবকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। দুই মামলায় আদালত পৃথকভাবে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে পৃথকভাবে চারদিনের পরিবর্তে একই সঙ্গে চারদিন জিজ্ঞাসাবাদ চলবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে র‍্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শহরের আরাপপুর জামতলা এলাকার নায়েবের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৯ ও ২৪ আগস্ট জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দুটি নাশকতার মামলা করা হয়। এ মামলার প্রধান আসামি নায়েব। 

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়