Apan Desh | আপন দেশ

ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ

ছবি: আপন দেশ

ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণপাড়ার শশীদল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে রেখে চলে যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। 

এতে আরও বলা হয়, জব্দের পর বিজিবির নিয়ম অনুযায়ী ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যার মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কুমিল্লা সীমান্ত দিয়ে  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়