Apan Desh | আপন দেশ

চাঁদাবাজিকালে গণধোলাইয়ের শিকার ছাত্রদল নেতা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:৪৫, ১ সেপ্টেম্বর ২০২৪

চাঁদাবাজিকালে গণধোলাইয়ের শিকার ছাত্রদল নেতা

ছবি: আপন দেশ

পাবনার সাঁথিয়ায় চাঁদাবাজিকারে গণধোলাইয়ের শিকার ছাত্রদল নেতা ইমরান হোসেন শিশির (২৯)। এসময় তাকে গ্রেফতার করে পুলিশ। শিশির কোনাবাড়িয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

শুক্রবার (৩১ আগস্ট) চাঁদাবাজি করায় সাঁথিয়া থানায় ৪ জনের নামে মামলা দায়ের করা হয়।

সাঁথিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, শিশির শুক্রবার বিকেলে বন্ধু সানীকে নিয়ে মেয়াদ উত্তীর্ণ কোকাকোলা বিক্রি হচ্ছে এমন অভিযোগ নিয়ে ধোপাদহ বাজারে মনিরুজ্জামানের দোকানে যায়। শিশির দোকানদারকে বলে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে পাঠিয়েছে। শিশির দোকানদার মনিরুজ্জামানকে উপজেলা নির্বাহী অফিসারের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদাবাজি করে।

বিষয়টি জানাজানি হলে দোকানদার মনিরুজ্জামান থানায় ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ করার কারণে শিশির দোকানদার মনিরুজ্জামানকে হুমকি দিতে আসলে এলাকাবাসী শিশিরকে গণধোলাই দেয়। তবে শিশিরের বন্ধু সানি সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ শিশিরকে গ্রেফতার করে এবং চাঁদা নেয়া ৬০ হাজার টাকা থানা পুলিশের কাছে ফেরত দেয়।

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদার টাকা ফেরত দেয়া হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, আমার নামে চাঁদাবাজির বিষয়টি গর্হিত অন্যায়। তাকে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া কারো নাম ভাঙিয়ে চাঁদা দাবি করলে তাতে বিভ্রান্ত হয়ে কেউ চাঁদা দেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়