Apan Desh | আপন দেশ

আখাউড়া বন্দরে যাত্রী পারাপার শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ২৬ আগস্ট ২০২৪

আখাউড়া বন্দরে যাত্রী পারাপার শুরু

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে যাত্রী পারাপার চলছে। 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

খায়রুল আলম জানান, ৫ দিন পর সোমবার দুপুর সোয়া ১২টা থেকে পুরোদমে যাত্রী পারাপার শুরু হয়। এর আগে, রোববার বিকেল থেকে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে যাত্রীদের পারাপার করতে দেয়া হয়। বন্যার কারণে যারা ভারতে কিংবা বাংলাদেশে আটকা পড়েছিলেন। এমন যাত্রীদের বিশেষ বিবেচনায় পারাপারের সুযোগ দেয়া হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ আগস্ট) আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। পরদিন বুধবার আখাউড়া-আগরতলা সড়কের আবদুল্লাপুর এলাকায় অস্থায়ী বেইলি সেতু ভেঙে যায়। এতে ইমিগ্রেশন চেকপোস্ট প্লাবিত হয়। ফলে গত বুধবার সকাল ১০টার পর ইমিগ্রেশনের সব কার্যক্রমসহ যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়