Apan Desh | আপন দেশ

ভৈরবে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ৭ আগস্ট ২০২৪

ভৈরবে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে জহুর উল্লাহ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মেন্দিপুর গ্রামের সালাহ উদ্দিন (সাহু) মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) আনন্দ মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের সংঘর্ষ হয়।

তাদের মধ্য এক পক্ষ সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সরকার সাফায়েত উল্লাহর সমর্থক। অন্য পক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হকের সমর্থক আক্কাছ মিয়ার সমর্থক।

প্রতিপক্ষ বিএনপির লোকজনের টেটার আঘাতে গুরুতর আহত হন জহুরউল্লাহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চেয়ারম্যান সাফায়েত উল্লাহ জানান, বর্তমান সরকারের পতন হওয়ায় বিএনপির লোকজন আনন্দ মিছিল করছিলেন। এ সময় দুইপক্ষ তর্কে জড়িয়ে পরেন। ঘটনাটি নিয়ে আজ সংঘর্ষ হলে আমার বংশের জহিরুল্লাহ মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব বলেন, আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের সংঘর্ষে জহুরউল্লাহ নিহত হন।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়