Apan Desh | আপন দেশ

রংপুরে রণক্ষেত্র, নিহত ৩

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪০, ৪ আগস্ট ২০২৪

আপডেট: ১৬:২৩, ৪ আগস্ট ২০২৪

রংপুরে রণক্ষেত্র, নিহত ৩

ছবি: সংগৃহীত

রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা পাল্টাধাওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

রোববার (৪ আগস্ট) দুপুরে নগরীর সিটি বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুরের সিটি করপোরেশনের অফিসের সামনে সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলর হারাধন নিহত হন। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আরো দুই জন।

নিহত দুই জনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা সরকার দলীয় সংগঠনের বলে জানা গেছে। তাদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্দার রুমের দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, দুপুরে দুজনের মরদেহ নিয়ে আসা হয়েছে। এক জনের পরিচয় পাওয়া গেলেও অপর দুই জনের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়