Apan Desh | আপন দেশ

তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ৭ জুলাই ২০২৪

তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

ছবি: আপন দেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ২ ঘণ্টা রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।

রোববার (৭ জুলাই) সকাল ১০টার দিকে বাগুয়া এলাকায় ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম আল হারুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর প্রায় দুই কিলোমিটার দূরে বাগুয়া এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি পুশব্যাক করে গফরগাঁও স্টেশনে নিয়ে আসা হয়। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে প্রায় ২ ঘণ্টা পর ট্রেনটি পুশব্যাক করে গফরগাঁও স্টেশনে নেয়া হয়।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়