Apan Desh | আপন দেশ

পরীক্ষায় অসদুপায় অবলম্বন

কেন্দ্রে প্রভাষকসহ ১০ শিক্ষার্থী বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ৩০ জুন ২০২৪

আপডেট: ১৬:৫০, ৩০ জুন ২০২৪

কেন্দ্রে প্রভাষকসহ ১০ শিক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় এইচএসএসি ও সমমানের পরীক্ষায় অসদুপায়ের দায়ে  ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ কাজে সহযোগিতা করায় বহিষ্কার করা হয়েছে এক প্রভাষকেও। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিনূর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৩০ জুন) সকাল সোয়া ১০টার দিকে মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজের ঘটনা এটি।

ইউএনও বলেন, এইচএসএসি পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় প্রভাষক সাদিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে ১০ পরীক্ষার্থীকে। তারা সবাই উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯৯টি কেন্দ্রে ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। যা গত বারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়