Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে নদ-নদীর পানি হুহু করে বড়ছে

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৪, ২০ জুন ২০২৪

আপডেট: ১৬:৩৪, ২০ জুন ২০২৪

টাঙ্গাইলে নদ-নদীর পানি হুহু করে বড়ছে

ছবি : আপন দেশ

উজান থেকে নেমে আসা ঢলে টাঙ্গাইলের সবকটি নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো বিপদসীমার নীচ দিয়েই প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি এবং জোকারচর পয়েন্টে ৩৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৩৮ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৪১ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ৫০ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ১৩ সেন্টিমিটার ও মির্জাপুর পয়েন্টে ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়