Apan Desh | আপন দেশ

পাহাড়ী ঢলে শেরপুরের বিভিন্ন এলাকা প্লাবিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ১৯ জুন ২০২৪

পাহাড়ী ঢলে শেরপুরের বিভিন্ন এলাকা প্লাবিত

ছবি: আপন দেশ

পাহাড়ি ঢলে শেরপুরে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মহারশী নদীর দীঘিরপাড় এলাকায় দুটি জায়গায় বন্যা নিয়ন্ত্রিত বাঁধ ভেঙে ৪ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। ভেসে গেছে বীজতলা, পুকুরের মাছসহ কিছু সবজি ক্ষেত।

বুধবার (১৯ জুন) ভোর থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৮ জুন) রাত থেকেই ভারী বর্ষণ হয়। সীমান্ত এলাকার মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বাড়তে থাকে। বুধবার সকালে ঝিনাইগাতীর দীঘিরপাড় গ্রামে ঢলের পানির তোড়ে দুটি জায়গায় বাঁধ ভেঙে যায়। এতে স্থানীয় ৪ গ্রামের সঙ্গে ঝিনাইগাতীর চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মালিঝিকান্দা, হাতিবান্ধা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার (১৭ জুন) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে ৭২ ঘণ্টার পূর্বাভাসে শেরপুরসহ আশেপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়