Apan Desh | আপন দেশ

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ৬ জুন ২০২৪

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে প্রতিদিনই যমুনা নদীর পানি বেড়ে চলেছে। দ্রুত পানি বাড়ার কারণে প্লাবিত হচ্ছে নদীর চরাঞ্চল। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন নদী পাড়ের মানুষেরা। 

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানির রেকর্ড করা হয় ১০.৭০ মিটার। বিপৎসীমা ১২.৯০ সেন্টিমিটার। 

গত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) সিরাজগঞ্জ পয়েন্টে পানি ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২.২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গত চার দিন ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে যমুনা নদীর পানি। এর আগে সোমবার (৩ জুন) ৩০ সেন্টিমিটার, মঙ্গলবার (৪ জুন) ৩৭ সেন্টিমিটার ও বুধবার (৫ জুন) ৫০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। 

একই সময়ে জেলার কাজীপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টেও যমুনা নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে যমুনা নদীর পানি ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২.৫৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। 

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী ৪৮ ঘণ্টা যমুনা নদীর পানি বাড়তে থাকবে। শাহজাদপুর উপজেলার জালালপুর ও পাচিল এলাকায় কিছু ভাঙন রয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ভর্তি বালির বস্তা ফেলা হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়