Apan Desh | আপন দেশ

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ২৮ মে ২০২৪

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে রানওয়েতে ছয় ঘণ্টা পর বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড় সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর রানওয়েতে বিকল হয়। এতে অন্যান্য বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়।

পরে সৈয়দপুর সেনানিবাসের সেনা সদস্যদের সহায়তায় বিকল উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়। এদিন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ছিল। এ তথ্য জানান সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার।

তিনি বলেন, “দীর্ঘ সময় ধরেও ক্রটি সারাতে না পারায় বিমানটি রানওয়েতে আটকা পড়ে। এতে করে সকাল সাড়ে সাতটা থেকে বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর বিকল হওয়া বিমানটি রানওয়ে থেকে সরিয়ে পার্কিংয়ে নেয়া হয়। পরে দুপুর দুইটা থেকে বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়।”

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়