Apan Desh | আপন দেশ

দীঘিনালায় পাহাড় ধস, সাজেকে আটকা শতাধিক পর্যটক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৫, ২৮ মে ২০২৪

দীঘিনালায় পাহাড় ধস, সাজেকে আটকা শতাধিক পর্যটক

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতে উজান থেকে নেমে এসেছে পাহাড়ি ঢল। এতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়েছে। ফলে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে সড়কের দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন, এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। 

অপরদিকে, কাচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এতে সাজেকে ইউনিয়নের বাঘাইহাট বাজার ও সাজেক-দীঘিনালা সড়কে পানি উঠার কারণে সাজেকে ১২০ পর্যটকসহ অনেক যানবাহন আটকা পড়েছে। 

পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। তিনি বলেন, অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের মাটি ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সড়কের মাটি সরানোর কাজ শুরু হবে।

বাঘাইছড়ির থানার ওসি ইশতিয়াক আহমেদর নেতৃত্ব সড়কের পাহাড় ধসের জায়গাগুলো পরিদর্শন করছে পুলিশ। অতিরিক্ত পাহাড় ধসের কারণে কিছুটা সময়ে বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন ওসি। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়