Apan Desh | আপন দেশ

ড্রেনে ভাসছিল মানুষের আস্ত কাটা পা, অতঃপর..

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ২৬ মে ২০২৪

ড্রেনে ভাসছিল মানুষের আস্ত কাটা পা, অতঃপর..

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মে) সকালে নগরীর ডিঙাডোবা এলাকার নিমতলা পিয়াজির মোড় ড্রেন থেকে ওই পা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, প্রথমে স্থানীয়রা কাটা পা’টি ড্রেনে ভেসে যেতে দেখেন। পরে তা ড্রেন থেকে তুলে পুলিশকে খবর দেন তারা। এরপর রাজপাড়া থেকে পুলিশের একটি দল সেখানে গিয়ে পা’টি উদ্ধার করে। তবে কি কারণে কোথা থেকে কার পা এখানে এলো তা এখনো জানাতে পারেনি পুলিশ।

ধারণা করা হচ্ছে, রাজশাহীর স্থানীয় ক্লিনিক বা হাসপাতালগুলোতে কোনো আহত ব্যক্তি চিকিৎসা নিতে এলে, অপারেশনে বাম পা’টি কেটে বাদ দেয়া হয়। পরে তা ড্রেনে ফেলে দেয় তারা। ওই পা’টি একটি পুরুষের বলে ধারণা করা হচ্ছে। যা উরু পর্যন্ত কাটা। পলিথিন পেঁচানো ছিল পা’টি।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, উদ্ধার হওয়া পায়ের অংশে পচন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তির সার্জারি করে পা কাটা হয়েছে। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়