Apan Desh | আপন দেশ

যশোরে যৌতুকবিহীন ৫০ বিয়ে

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ১৮ মে ২০২৪

যশোরে যৌতুকবিহীন ৫০ বিয়ে

ছবি: সংগৃহীত

যশোরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮মে) দুপুরে এস সি আই বাংলাদেশের-এর তত্ত্বাবধানে ও এস সি আই আরব আমিরাতের অর্থায়নে এ বিয়ে সম্পন্ন হয়। যশোরের ঝিকরগাছা গাজীরদরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা বিভাগের অসহায়, এতিম ও অর্থিক সংকটে থাকা ৫০ জোড়া পাত্র-পাত্রীকে বিয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে কর্মসংস্থানের জন্য প্রত্যেক বরকে একটি করে ভ্যানগাড়ি এবং কনেকে সেলাই মেশিন দেয়া হয়েছে। এছাড়া সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়েছে।

এ বিয়েতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্স গাজীরদরগাহ ঝিকরগাছার পরিচালক মুফতি নাসিরুল্লাহ। 

উপস্থিত জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে যৌতুক উচ্ছেদে সামাজিক আন্দোলনের সূচনা করতে হবে। যৌতুকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এছাড়া ইসলামের প্রকৃত আদর্শিক শিক্ষার মাধ্যমে সমাজকে কলুষমুক্ত করতে, যৌতুকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদার করার আহ্বান জানান তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়