Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ নেতার বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ১৪ মে ২০২৪

ছাত্রলীগ নেতার বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নেই, কোনো শক্তি নেই।’ এভাবেই নিজের সংগঠনকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন শরীয়তপুর জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারি। রোববার (১২ মে) বিকেলে উপজেলা টিঅ্যান্ডটি মোড় এলাকায় নির্বাচনী সভায় এমন মন্তব্য করেন। এরই মধ্যে তার সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এদিন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর পক্ষে নির্বাচনী সভা করা হয়। এতে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন সরদারের বিপক্ষে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন রুবেল। এরই মধ্যে বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এতে ছাত্রলীগের ওই নেতাকে বলতে শোনা যায়, ‘আমরা কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না। কেননা এ উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সাধারণ মানুষের, নেতাকর্মীদের ও রাজনৈতিক সংগঠনের আস্থার জায়গা। আমরা সবসময় রাজনীতির নামে ব্যবসা করে নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। তাই সেইসব লোকের থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে। ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নেই, কোনো শক্তি নেই।’

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারি বলেন, ‘আমি এ বক্তব্য দেইনি। এগুলো কেটে এডিট করা হয়েছে।’ 

এদিকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান রাশেদ। তিনি বলেন, ‘বিষয়টি মাত্র শুনলাম। সে যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়